NewsPublic Interest News

নতুন বছরের আগে বসিরহাট জেলা পুলিশের হাড়োয়া থানার বড়সড় সাফল্য,উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো সহ ৩০ টি মোবাইল,গ্রেফতার এক পাচারকারী!

 

হাসানুজ্জামান,মানুষের মতামত: নতুন বছরের আগে বসিরহাট জেলা পুলিশের হাড়োয়া থানার বড়সড় সাফল্য,উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো এবং ৩০ টি মোবাইল,গ্রেফতার এক পাচারকারী!উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত অধিকারীক প্রতাপ মোদক অন্যদিকে তদন্তকারী অফিসার প্রেমাংশু মন্ডল,
এদিন এসডিপিও মিনাখাঁ কৌশিক বসাকের উপস্থিতিতে উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হয় তাদের হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ফোন ও টোটো গুলি!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *