NewsRecent News

ভিক্ষুক কে পিসে দিল ঘাতক লরী,ভাটার রাস্তায় বেহাল ভগ্ন দশা,লরির ধাক্কায় দুজনের মৃত্যু,মৃতদেহ নিয়ে পুলিশকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ গ্রামবাসীদের

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া পেয়ারা তলার এলাকার ঘটনা। আজ রাত আটটা নাগাদ ঈট ভাটা থেকে লরি বোঝাই করে টাকি রোডের শাকচুরা বাজারের দিকে আসছিল। এই সময় সাইকেলে করে সারাদিন ভিক্ষা করে বাড়ি ফিরছিল এক বছর পঞ্চাশের মান্নান মন্ডল নামে এক ভিক্ষুক। ইট ভাটার লরি তার সাইকেলে ধাক্কা মারে তার মাথার উপর দিয়ে লরির চাকা উঠে যায় ঘটনাস্থলে স্থানে মৃত্যু হয় ওই ভিক্ষুকের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রাস্তা অবরুদ্ধ করে দেয়। পাশাপাশি ঘটনাস্থলে আশে বসিরহাট থানার পুলিশ, পুলিশকে ঘিরে ও মৃতদেহ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীনদারা। তাদের দাবি এই রাস্তার বেহাল দশা আর এই ঘাতক লরি টির মালিক সেই একই মালিকের লরি একাধিকবার দুর্ঘটনা ঘটিয়েছে এই সাকচুড়া এলাকায়। বেশ কয়েকদিন আগে একজন লরির তলায় পৃষ্ঠ হয়ে মারা যায়। পুনরায় এই ঘটনা ঘটায় সমস্ত ভাটা মালিকের উপরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা কারণ দীর্ঘদিন ধরে তারা কোটি কোটি টাকা আয় করে যাচ্ছে ভাটা মালিকরা মৃত্যু হচ্ছে অসহায় সাধারণ মানুষের, যতক্ষণ পর্যন্ত এই রাস্তা ডাবল ল্যান্ড না হবে এবং রাস্তা মেরামত না হবে ততক্ষণ তারা মৃতদেহ তুলতে দেবেন না বলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখায়। অবশেষে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ। শাহানুর মন্ডলে এসে সাধারণ মানুষকে বুঝিয়ে আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। তারপরে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠিয়েছে। এই মৃত্যু ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল দৃষ্টি তৈরি হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *