পুলিশি অভিযানে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তৃণমূল নেতা
সানি রায়,মানুষের মতামত:ব্রাউন সুগার সহ গ্ৰেফতার দুজন,একজন তৃণমূল অঞ্চল সভাপতি।আলিপুরদুয়ার দুই ব্লকের মাঝিরডাবরি পশ্চিম তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় ও মালদা কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডল এই দুজনকে পুলিশ গ্ৰেফতার করে মাদক দ্রব্য সহ।
গোপন সুত্রে খবর পেয়ে শামুকতলা থানা রাতে মাঝিরডাবড়ি এলাকায় তৃণমূল দলীয় কার্যালয় সামনে অভিযান চালায়।অভিযানে মালদা কালিয়াচক নিবাসী সঞ্জয মণ্ডল ও তৃণমূল নেতা বিষ্ণু রায় কে গ্ৰেফতার করে তাদের কাছ থেকে ৫২ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়।