Health NewsNews

ভ্যাকসিন নেওয়ার পরই ৫৪ দিনের শিশুর মৃত্যু,রাজ্যে জুড়ে চলা জাল ওষুধের আতঙ্ক আরো বাড়িয়ে দিলো:মীনাক্ষী 

সানি রায়,মানুষের মতামত:শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালি গ্রামে সদ্য সন্তান হারা পরিবারের সঙ্গে দেখা করতে যান,সিপিআইএম দলের যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের রাজ্যে সম্পাদক মীনাক্ষী মুখার্জি।

উল্লেখ্য,বৃহস্পতিবার মাত্র ৫৪ দিনের একটি শিশুকে ব্লক সাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেবার পরেই মৃতুর কোলে ঢলে পড়ার অভিজগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল, লাটাগুরি সংলগ্ন ক্রান্তি মোড়,উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্থ হয়েছিলো একটি সরকারী পরিবহন দফতরের যাত্রীবাহী বাস।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ৫৪ দিনের শিশুটিকে পর পর তিনটি ইঞ্জেকশন দেবার পরেই মায়ের কোলে মৃতুর মুখে ঢলে পরে বলে।

এদিন সকালে সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর,

মীনাক্ষী মুখার্জি রাজ্যের সাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন, রাজ্যে জুড়ে জাল ওষুধের চক্র সক্রিয়,আজ এটা সবার জানা থাকলেও রাজ্যে সরকারের এই ব্যাপারে কোনো হেলদোল নেই।

নতুন ব্লক করা হয়েছে ক্রান্তি অথচ উপ সাস্থ্য কেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *