NewsPolitics

চট্টায় পুকুর ভরাটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ,আহত দুই পক্ষ, ঘটনাস্থলে বিশাল পুলিশ

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ 24 পরগনার কালিতলা আশুতি থানার অন্তর্গত মহিষগোট লস্কর পাড়ায় কংগ্রেসের চট্টা অঞ্চল সভাপতি মেজবাউদ্দিন লস্করের বিরুদ্ধে অভিযোগ রাতের অন্ধকারে প্রায় ৬ কাটা পুকুর ডাম পারে করে মাটি নিয়ে রাতে ভরাট করার সময় রাস্তার উপরে ডাম্পার থেকে গেল মাটি রাস্তায় পরলে তৃণমূলের সমর্থকেরা প্রতিবাদ করেন এরপর রাতেই কংগ্রেস নেতা ও তার দল বলে এসে এদের উপরে চড়াও হয় মারধর করে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি তৃণমূল সমর্থকরা কংগ্রেস নেতা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায় । আজ আজ দুপুর আনুমানিক ১:৩০ নাগাদ রাস্তা দিয়ে যাবার সময় এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বাস ও রড দিয়ে বেধড়ক মারধর করে কংগ্রেস নেতা ও তার অনুগামীরা এরপর দুপক্ষের ব্যাপক মার ভোর শুরু হয় আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পরিস্থিতি স্বাভাবিক হবার পর আবারও দুই পক্ষের ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *