বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ,গ্রেপ্তার অভিযুক্ত
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকা কে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনা টি ঘটেছে কুলতলি থানা এলাকার।অভিযুক্ত সম্পর্কে পাড়ার কাকা ।অভিযোগ বাড়িতে তখন কেউ ছিলেন না বাড়ি একাই ছিলেন ওই নাবালিকা। নাবালিকার বাবা ও মা ছিলেন বাইরে,দিদি গিয়েছিলেন ব্যাংকে । ওই সুযোগে প্রতিবেশী বাড়ির মধ্যে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা ।প্রতিবেশী এক কাকা গিয়ে দেখেন ঘরে সদর দরোজা তালা লাগানো , পাঁচিল টপকে ঘরে মধ্যে দেখেন গিয়ে দেখেন ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় চিৎকার করছে নই নাবালিকা, ঘরের মধ্যেই রয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি। শুরু হয় বেধড়ক মারধোর খবর পেয়ে কুলতলি থাকার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।