পথশ্রী রাস্তার এক বছরের মধ্যে বেহাল ভগ্নদশা,স্থানীয় মানুষজনের অভিযোগ!
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দুই নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাগাছি থেকে পাগলের মোড় পর্যন্ত গত এক বছর আগে পথশ্রী প্রকল্পের ১২ ফুট চওড়া প্রায় ২ কিলো মিটার রাস্তা তৈরীর জন্য ২৪ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দের খতিয়ান দিয়ে বসানো হয়েছিল বোর্ড। কোন রকম ভাবে কাজ করার ফলে পুরো রাস্তাটাই বেহাল ভগ্নাশায় পরিণত হয়েছে। ছোট মাঝারি ও পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে “মানুষের মতামত”-কে জানান যে পরিমানে অর্থ বরাদ্দ হয়েছিল সেই পরিমাণে কাজ হয়নি যার কারণে পিচ উঠে গিয়ে যত্রতত্র গর্ত হয়ে যাচ্ছে প্রায় দুর্ঘটনার মধ্যে আমাদের পড়তে হয়।অটো-টোটো চালকরাও বলছেন এই রাস্তা দিয়ে যেতে গেলে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি বারবার জানিয়েও কোন লাভ হয়নি।অন্যদিকে সাধারণ মানুষের সরাসরি অভিযোগ মেনে নিয়ে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছার বলেন পথশ্রী প্রকল্পের বোর্ড লাগানো থাকলেও কাজ বন্ধ আছে। জলের পাইপ লাইনের কাজ চলছে।প্রকল্পের অর্থ মঞ্জুরের পুরো টাকা এখনও বোর্ড দেয়নি।বসিরহাট ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে জানানো হয়েছে অর্থ বরাদ্দ হলে বাকি কাজটা শেষ হবে। সাধারণ মানুষ না বুঝে প্রচার করছে এতে আমাদের কিছু করার নেই সঠিক নিয়ম অনুযায়ী সঠিক সময়ে কাজ হবে।