NewsPolitics

সাসপেনশনের পর স্বাধিকার ভঙ্গের নোটিশ শুভেন্দুকে

জিৎ দত্ত,মানুষের মতামত:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালের ঘটনার জেরে সাসপেন্ড হয়েছেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভার শুরুতেই শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়। এদিন রাজ্য বিধানসভায় সেটি পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবং তাঁকে সমর্থন জানান অপর মন্ত্রী গতকাল সাসপেন্ড, এদিন শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ শোভনদেবের। আর তাকে সমর্থন জানান অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ ও দেবাশিস কুমার। এদিন পরিষদীয় মন্ত্রী বলেন, ন্যাক্কার জনক ব্যবহার করেছে। এটা জাতির লজ্জা। গণতন্ত্রের লজ্জা। তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি, সারা দেশের ধর্মনিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে তাদের। শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন – শোভনদেব চট্টোপাধ্যায়। গত সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন সভা কক্ষে কাগজ ছোঁড়া, অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হল আর উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছেন হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি। এই প্রসঙ্গেই ধিক্কার জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

এদিকে, সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় আজ বসতে চলেছেন শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা। এদিন স্বাধিকার ভঙ্গের নোটিশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন, এই নিয়ে পাঁচবার তাঁকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছে। শাসকের তরফেও এই ভয় বেশ ভালো লাগছে মন্তব্য করেছেন তিনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *