NewsRecent News

রিঙ্কু-দিলীপের সংসারে শোকের ছায়া!

দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:সদ্য বাংলার দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষের সাথে সাত পাকে বাঁধা পরেছিলেন মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই রিঙ্কু-দিলীপের সংসারে শোকের ছায়া! সূত্রের খবর, মৃত্যু হয়েছে দুই নব দম্পতির ছেলে সৃঞ্জয় মজুমদারের। জানা যাচ্ছে, কোনও ব্যক্তিগত সমস্যার কারণে আত্মহত্যা করেছেন সৃঞ্জয়!

বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় আত্মহত্যা করেছে এ কথা জানতে পেরেই তাঁকে তড়িঘড়ি বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্য, হাসপাতালে পৌঁছতেই মৃত্যু হয় রিঙ্কু পুত্রের। পুলিশ সূত্রে খবর, খুব সম্ভবত ব্যক্তিগত কিছু কারণের জন্যই আত্মহত্যা করেছেন সৃঞ্জয়! তবে এর পিছনে কোনও তৃতীয় ব্যক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেল, সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন সৃঞ্জয়। মাঝে মা যে দিলীপ ঘোষ নামক এক ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্কে জড়াচ্ছেন তা জানতে পেরেই সমর্থন করেছিলেন সৃঞ্জয়। তবে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে ছুটিতে ঘুরতে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো বুক করা হয়ে গিয়েছিল হোটেল ও আনুষঙ্গিক সবই।

ফলত সেই কারণেই মা রিঙ্কু মজুমদারের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি সৃঞ্জয়। যদিও মায়ের বিয়েতে তিনি যে অত্যন্ত খুশি তা আগেই জানিয়ে দিয়েছিলেন। দিলীপ ঘোষের সাথে শুভ পরিণয়ের পর মা রিঙ্কুই প্রকাশ্যে এনেছিলেন ছেলে সৃঞ্জয়ের কথা। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ছেলেকে হারানোর যন্ত্রণা পোয়াতে হচ্ছে মহিলা মোর্চার নেত্রীকে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *