শ্বশুর বাড়িতে গিয়ে রহস্যজনক মৃত্যু দম্পতির,আত্মহত্যা না খুন,তদন্তে পুলিশ
হাসানুজ্জামান,মানুষের মতামত:স্বামী স্ত্রী গত তিন মাস আগে গড়িয়াতে এক বৃদ্ধার বাড়িতে পরিচারিকার কাজ করতো আশা তার বিরুদ্ধে গলায় ছুরি চালিয়ে সোনালুট করার অভিযোগে দুটি কেস চলছে*
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট থানার ১৩, নম্বর ওয়ার্ডের সর্দারআটিএলাকার ঘটনা। বছর ৪০, তরুণ দাস বছর ৩০,এর আশা দাস। গত তিনদিন আগে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বেড়াতে গিয়েছিল হঠাৎই বাড়িতে খবর আসে বৃহস্পতিবার ভোর বেলা দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারে মৃত পরিবারের একমাত্র ছেলে ছুটে যায় সোনারপুরে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তো অবস্থায় বাড়ি থেকে যাওয়ার পরে কি কারনে মৃত্যু কেনই বা হঠাৎ মৃত্যু হল এই নিয়ে রহস্য দানা বেড়েছে পাশাপাশি দম্পতির বিরুদ্ধে সোনায় লুট করার অভিযোগ রয়েছে গড়িয়া থানায়। মৃতের পরিবার ঘটনা জানার সঙ্গে সঙ্গে। কান্নায় ভেঙে পড়েছে কিভাবে মৃত্যু হল আত্মহত্যা না খুন তদন্ত পুলিশ প্রশাসন আমরা বুঝতে পারছি না এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা তদন্ত করুক পুলিশ।