মমতাকে চাপে ফেলতে হিমসিম গেরুয়া শিবির
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দেশের চলমান রাজনীতিতে আঞ্চলিক দলগুলির অন্য নেতা-নেত্রীদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পৃথক তা বুঝতে পারছ গেরুয়া শিবির।
লালুপ্রসাদ যাদব,অখিলেশ যাদব,উদ্ধব ঠাকরে,শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়ালকে কোনঠাসা করতে গেরুয়া শিবিরের কৌশল খাটলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর খাটানো সম্ভব নয় বলে অনুধাবন করেছেন মোদী-শাহ থেকে আরএসএসপ্রধান মোহন ভাগবত।
২৬-র বিধানসভা নির্বাচনে মর্যাদার লড়াইয়ে গেরুয়া শিবিরকে কোনঠাসা করে চতুর্থ বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য বাজেটে প্রত্যাশা মতই ‘ বাংলার বাড়ি ‘প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও নজরকাড়া অর্থ বরাদ্দের পিছনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর নির্বাচনী কৌশল কাজ করছে তা একান্তে কবুল করেছেন গেরুয়া শিবিরের নেতারাও।
পাশে রাজ্যের ৩১ শতাংশ বাঙ্গালী ও উর্দু ভাষী মুসলিম ভোটকে নিজের দিকে টানতে নিবিড় কৌশলে কাবু বিরোধী শিবির। অন্যদিকে,অনলাইন ভোটার তালিকার নামে হিন্দি ভাষী ভুয়ো ভোটারদের নাম ঢোকানোর বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।
অন্য আঞ্চলিক নেতা নেত্রীদের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আলাদা চরিত্রের ও বিরোধীদের কৌশলগত মোকাবিলায় অনেক দক্ষ তা মানছে বিজেপি নেতৃত্ব।
২৬ এর নির্বাচনে মুসলিম ভোট ব্যাঙ্ককে অক্ষুন্ন রেখে দলিত উপজাতি ও চা শ্রমিক দের নানা সামাজিক প্রকল্পের দ্বারা লাভবান করে নিম্ন মধ্যবিত্ত ও উচ্চ বর্ণের হিন্দু ও বাঙালীদের সংগঠিত করে অনেকটাই এগিয়ে রয়েছেন মমতা। এছাড়াও, ৩১ শতাংশ বাঙালী ও উর্দু ভাষী মুসলিম ভোটকে বাদ দিয়ে ৬৯ শতাংশ হিন্দু ও অনান্য ভোটারদের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে।বিজেপির অন্দর তদন্তে মানা হয়েছে যে মুসলিম অধ্যুষিত জেলাগুলতে বিজেপির ব্লক থেকে বুথ স্তরে কোন সংগঠনই নেই। বাকি ৬৯ শতাংশ ভোটারদের মধ্যে মেরেকেটে ৩০-৪০ শতাংশ বুথে বিজেপির সংগঠন রয়েছে। যা ২১-র বিধানসভা ও ২৪-র লোকসভার পর বেশ দুর্বল হয়ে পড়েছে।
রাজ্য বাজেটে প্রত্যাশা মতই ‘ বাংলার বাড়ি ‘প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও নজরকাড়া অর্থ বরাদ্দের ফলে অশনি সংকেত দেখছে। এর বিকল্প হিসেবে ধর্মীয় বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ তথা হিন্দু ঐক্যের ডাক দিয়ে মাঠে ময়দানে নামতে চলেছে বঙ্গে হিন্দু রাজনীতির পোস্টার বয়রা। লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদব,উদ্ধব ঠাকরে শারদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়ালদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করা বিজেপির পক্ষে কঠিন কাজ।