নারী নিরাপত্তায় বিশেষ ধরনের জুতো আবিষ্কার শান্তিপুরের দুই স্কুল পড়ুয়ার
স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত:শান্তিপুরের দুই ছাত্র নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ ধরনের জুতো তৈরি করেছেন, যা নারী নিরাপত্তার সমস্যাগুলির সমাধান দিতে সাহায্য করতে পারে। দিল্লির নির্ভয়া কাণ্ড কিংবা আর জি করের অভয়া কাণ্ডের পর নারীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ রয়েছে। প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও, রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেই চলেছে। এই পরিস্থিতির মধ্যে,শান্তিপুরের সূত্রগড় মহারাজা অফ নদীয়া হাই স্কুলের দুই দশম শ্রেণীর ছাত্র নিরাপত্তার জন্য একটি স্মার্ট জুতো তৈরি করেছেন, যা জিপিএস ট্র্যাকিং, SOS মেসেজ পাঠানো এবং আত্মরক্ষার জন্য বৈদুতিক শক প্রদান করার সুবিধা দেয়। এই উদ্ভাবনটির পরিকল্পনা এসেছিল আরজিকর কাণ্ডের পর সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে। তাদের উদ্যোগে এগিয়ে এসেছেন স্কুলের পদার্থ বিজ্ঞান শিক্ষক এবং স্থানীয় BDO সন্দীপ ঘোষ।