NewsRecent News

পানিহাটিতে বেআইনি বহুতল নির্মাণে ভাঙল সানসেট, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কলকাতার পর এবার পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর মহাজাতিতে প্রয়াত নারায়ণ চন্দ্র রায়ের বাড়িতে নির্মাণাধীন একটি বহুতলের চারতলার সানসেট আচমকাই ভেঙে পড়ে। আনুমানিক দেড় থেকে দুই বছর ধরে নির্মাণকাজ চলা এই ভবনটি পাঁচতলা বিশিষ্ট হতে চলেছে। যদিও এলাকাটি এমন একটি সরু রাস্তায় অবস্থিত যেখানে পাঁচতলার অনুমোদন পাওয়ার কথাই নয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে নির্মাণকাজ চলতে থাকা এই ভবনের নির্মাণকাজে সতর্কতার অভাব দেখা দিয়েছে। প্রোমোটার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করায় আজকের ঘটনাটি ঘটেছে। রাস্তাটি প্রায় ১২ ফুট চওড়া এবং প্রতিদিন অসংখ্য মানুষ ওই রাস্তায় যাতায়াত করেন। বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পেলেও, এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এরপর এলাকাবাসীরা প্রতিবাদ জানালে ঘটনার গুরুত্ব বাড়ে। সম্প্রতি কলকাতার বেআইনি ফ্ল্যাট ভেঙে পড়ার আতঙ্ক কাটতে না কাটতেই পানিহাটিতেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ বাড়ছে। এখন দেখার বিষয়, পানিহাটি পৌরসভা এই বেআইনি নির্মাণ এবং প্রোমোটারের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *