NewsPublic Interest News

ঠেলাগাড়িতে রমরমিয়ে চলা ফলের ব্যবসা আজ ফিকের পথে,চিন্তায় বিক্রেতারা

 

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:অনেকটাই কমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি,মাছ এবং সবজির পরে শিলিগুড়িতে অনেকটাই কমে গেছে ঠেলাগাড়িতে ফলের বিক্রি। নিজের সুবিধার জন্যই বিভিন্ন আবাসনের উপর থেকে বাসিন্দারা কিনতেন ফল।এটাই স্বাভাবিক ছিল এবং এটাই দেখা যেত। কিন্তু বর্তমানে অনেকেই মাছ এবং সবজির সাথে বাজারে গিয়ে ফল কিনতেই পছন্দ করছেন। শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড গুলিতে সকাল থেকে সেই দুপুর গড়ানোর আগে পর্যন্ত দেখা যেত এইসব ফল বিক্রেতাদের। বিভিন্ন মরশুমে ফল নিয়ে তারা ক্রেতাদের কাছে পৌঁছে যেতেন। ক্রেতারাও তাদের সুবিধামতো কিনে নিতেন ফল।

ইদানিং চিত্রটা অন্যরকম,ফল বিক্রেতারা হতাশ হয়ে পড়ছেন,”মানুষের মতামত”র কাছে উঠে এলো অন্য তথ্য, তারা জানিয়েছেন মানুষ আর এখন দোতলা এবং তিনতলা থেকে আমাদের বলে না ফল লাগবে। তারা এখন বাজার থেকে কিনতেই পছন্দ করে, বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিচ্ছে,আর হয়তো তারা সস্তায় পাচ্ছে।এইসব মাছ সবজি এবং ফল বিক্রেতারা আসেন অধিকাংশ বিহার থেকে। তারাও হতাশ হয়ে পড়ছে। ঠিকমত যদি ব্যবসা না হয়,তবে আর এখানে থেকে লাভ কি ফিরে যেতে হবে নিজ রাজ্যে। শিলিগুড়িতে এক সময় রমরমা বাজার ছিল এইসব ফল বিক্রেতাদের। যেটা একদমই ফিকে হয়ে গেছে এখন। হতাশাগ্রস্থ ফল বিক্রেতারা মানুষের মতামত কে জানান,”শিলিগুড়ি বিধান মার্কেট, হায়দার পাড়া এবং সুভাষপল্লী থেকে সস্তায় ফল কিনছেন ক্রেতারা। তাই বাজার খারাপ হয়ে যাচ্ছে আর কিছুদিন এইভাবে চললে আমাদের ফিরে যেতে হবে। উপায় নেই”!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *