বিপুল পরিমাণে গাঁজা ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী বিশ্বনাথ মন্ডল
হাসানুজ্জামান,মানুষের মতামত:বিপুল পরিমাণ গাঁজা ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী।পুলিশ সূত্রে,বসিরহাটের স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতার বাসিন্দা বিশ্বনাথ মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল। শনিবার গভীর রাতে স্বরূপনগর থানায় গোপন সূত্রে একটি খবর আসে। সেই খবরের ভিত্তিতে হানা দেওয়া হয় পশ্চিম পোলতা এলাকায়। সেখান থেকে বিশ্বনাথ মন্ডল নামক ওই দুষ্কৃতিকে তার বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কিলো গাঁজা। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পাশাপাশি একটি ৭এমএম পিস্তল ও ৯ রাউন্ড গুলি। সমস্ত উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্র ও কোনো দুষ্কৃতী দলের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ।