NewsPolitics

বাংলাকে টার্গেট করার অভিযোগ,বিকাশ-সুকান্তকে তীব্র আক্রমণ মমতার

জিৎ দত্ত,মানুষের মতামত:এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২৫ হাজারেরও বেশি চাকরি। বৃহস্পতিবার এই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করতে এসে সরাসরি সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে চাকরি হারানো প্রার্থীদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি।

 

মমতা বলেন, “চাকরি গেছে ২৫ হাজার মানুষের। পরিবার ধরলে কয়েক লক্ষ মানুষ এই রায়ে প্রভাবিত। আমরা যৌথ পরিবারে বিশ্বাস করি। তাই মানবিক দিক থেকে আমরা এই মানুষগুলোর পাশে আছি।”

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “স্কুল সার্ভিস কমিশন একটি অটোনমাস বডি। আমরা সেখানে হস্তক্ষেপ করি না, করিওনি। আদালতের রায় আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আদালত বলেছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। আমরা সেটা করব। আমি শিক্ষা মন্ত্রীকে ডেকে জরুরি বৈঠক করেছি। এসএসসিকে বলেছি, সরকারের দৃষ্টিভঙ্গি জানাতে।”

 

এর পাশাপাশি রাজনীতির ময়দানেও আক্রমণাত্মক সুরে মুখ্যমন্ত্রী বলেন, “সব সময় বাংলাকেই কেন টার্গেট করা হচ্ছে? বাংলার ছাত্রছাত্রীরা কী দোষ করেছে? কেন তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হবে?”

 

সিপিএম নেতা এবং মামলার অন্যতম আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী! বুঝতে পারছি না এখনও কেন নোবেল পাননি। ভাবছি একটা রেকমেন্ডেশন পাঠাব।”

 

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যেরও জবাব দেন মুখ্যমন্ত্রী। সুকান্ত বলেছিলেন, “অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেল, তার দায় মুখ্যমন্ত্রীর।” এ বিষয়ে মমতার প্রতিক্রিয়া, “আপনারা প্রথমেই মামলা করে দিলেন, ভাবলেন না কে যোগ্য, কে অযোগ্য। সরকারকে কিছু বলারই সুযোগ দিলেন না। আপনারা নিজে কতটা যোগ্য, সেটাই আগে বলুন।”

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *