দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ১৮টি দোকান ভস্মীভূত
সানি রায় মানুষের মতামত: দিনহাটার চোওড়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চোওড়ারহাট বাজারের পূর্ব প্রান্তে আগুন লাগে। এই অংশে মূলত আলু ও পেঁয়াজের দোকান থাকায় এবং দাহ্য পদার্থ যেমন পলিথিন বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর ৪টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে, কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনও তদন্তাধীন।