NewsPolitics

অসম-বঙ্গে হিন্দুত্বের অস্ত্রেই জয়ের স্বপ্ন পদ্ম শিবিরে

দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:শুধু পশ্চিমবঙ্গই নয়, ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে অসমে হিন্দুত্বের তাসকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।অসমে সুশাসন, জনসংখ্যা চিত্রের পরিবর্তন আটকানো,বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়ানো ও উন্নয়নের স্বার্থে হিন্দুত্বই অস্ত্র হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার।অসমে আরএসএস ও তাদের সহযোগী সব গণ সংগঠন যেমন-বিশ্ব হিন্দু পরিষদ, বজরংদল,স্বদেশী জাগরন মঞ্চ সহ সব সংগঠনকে এখন থেকেই মাঠে নামানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাইছে গেরুয়া শিবির।অসমে অসমীয়া হিন্দু জাতীয়তাবাদী শক্তি অসম গণ পরিষদ ও সারা অসম ছাত্র ইউনিয়ন(আসু)-এর সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া ও সহযোগিতা অব্যাহত রাখার নীতি নিয়ে চলতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁকে সবুজ সংকেত দিয়েছে আরএসএস।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন যে,অসমেও বিজেপির লড়াই হবে কংগ্রেস ও তাঁর সহযোগী দলগুলির সঙ্গে।অসমের মুসলিম ভোটে যে বিজেপি পাবে না তা ধরেই কৌশল সাজানো শুরু করেছেন বিজেপি-আরএসএসের অসম শাখায় নেতৃত্ব। সাম্প্রদায়িক ও ধর্মীয় মেরুকরণের লক্ষ্যেই বিজেপি ৭০-৮০ আসন জেতার জন্য কৌশল সাজাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আস্বস্ত করেছেন যে,অসমে ২৬-এও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরতে চলেছে।

২৬-এর নির্বাচনে কেরালা, তামিলনাড়ুতে শুধু ভোট প্রাপ্তি ও আসন বাড়ানোই হল বিজেপির কৌশল। অন্যদিকে, অসমে ক্ষমতা ধরে রেখে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জরালো লড়াই দেওয়াই হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল। পশ্চিমবঙ্গে প্রায় ৫০ শতাংশ বুথে সাংগঠনিক ভাবে অস্তিত্বহীন হলেও কেন্দ্রীয় নেতৃত্বের আশা ভরসা তাদের প্রতি অচেনা নীরব ভোটারদের সমর্থন। এ জন্য জোরালো ভাবে হিন্দুত্বের হাওয়া তুলতে মরিয়া বিজেপি। আর এস এস প্রধান মোহন ভাগবতের বাংলা সফরের পর সংঘও মাঠে নেমেছে।

হাওড়ার উলুবেরিয়ায় আরএসএসের নিয়ন্ত্রিত ৫০টি হিন্দু সংগঠনের নেতাদের সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের বৈঠক হয়ে গেল। ৫০টি হিন্দু সংগঠনই ২৬-এ বঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার স্বপ্ন বাস্তবায়িত করতে মাঠে নামতে চলেছে।উগ্র হিন্দুত্ববাদ ও বাংলাদেশি অনুপ্রবেশ,জনসংখ্যা চিত্রের পরিবর্তন ঠেকানোর পাশে হিন্দু একতার ডাক দিয়ে এরা মাঠে নামছে।রাজ্যে প্রায় ১ কোটি হিন্দিভাষী হিন্দু ভোটারদের ভোটদান নিশ্চিত করার পাশে বাঙ্গালী হিন্দু উচ্চবর্ণ,ওবিসি,দলিত, উপজাতিদের মুসলিম বিরোধিতার লাইনে জোটবদ্ধ করতে মাঠে নামতে চলেছে বিজেপি।

তৃণমূলস্তরে বুথ সংগঠনের খামতি মেটাতে চাইছেন দলের নেতৃত্ব। তবে মুসলিম অধ্যুষিত বুথ,পঞ্চায়েত,ব্লকে যে সামান্যতম দাগ কাটা সম্ভব নয় তা বুঝেছেন দিল্লির গেরুয়া শিবিরের নেতারা। তাই শুধু তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন ঘটানো নয়,সিপিএম সহ বাম শিবির ও কংগ্রেসের হিন্দু উদ্বাস্তুদের নিজের দিকে টানার কৌশল নিচ্ছে বিজেপি।পশ্চিমবঙ্গে ৪৪-৪৫ শতাংশ ভোট পাওয়াই এদের মূল লক্ষ্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *