DISTRICT ORIENTED NEWSNews

অবৈধ মদের ঠেকে পুলিশি হানায় বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার

সানি রায়,মানুষের মতামত:জেলা প্রশাসনের নজর এড়িয়ে বানারহাট জুড়ে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার।অবশেষে, বিশাল পুলিশবাহিনী নিয়ে বানারহাট ব্লকের মেচপাড়ায় অবৈধ মদের ঠেকে হানা দেয় বানারহাট থানার পুলিশ। পুলিশি অভিযানে গুড়িয়ে দেওয়া হয় চোলাই মদের ঠেক। উদ্ধার হওয়া চোলাই মদ তৈরির বেশকিছু কাঁচামাল এবং উপকরণ নষ্ট করা হয়।

পুলিশ সূত্রে খবর,এদিন প্রায় ৩০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ২৫০ লিটার মদের উপকরণ ধ্বংস করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায়, গ্রামীণ পুলিশ সুপার সমীর আহমেদ, ধুপগুড়ি এসডিপিও গ্যালসেন লেপচা সহ বিভিন্ন পুলিশ কর্মীরা।

এই অসাধু ব্যবসায়ীরা চোলাই মদ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করত। চোলাই মদের আকর্ষণ বাড়াতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে পিরিতিন জাতীয় খার, মিথানল, ইউরিয়া এমনকি কীটনাশকের মতো বিষও মেশানো হতো।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মেচপাড়ায় অভিযান চালায় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *