NewsRecent News

এসএসসি চাকরি নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে প্রতিবাদ মিছিল সিপিআইএমের

ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত :রবিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরের বামনঘাটা এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব। মিছিলের নেতৃত্বে ছিলেন বাম নেতা তুষার ঘোষ। বঞ্চিত এসএসসি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি তোলা হয় এই কর্মসূচি থেকে। মিছিলে উত্তেজনা চরমে ওঠে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুষো পুতুল আনা হয় এবং পদত্যাগের দাবি তুলে সেই পুতুলে আগুন লাগিয়ে দেন তুষার ঘোষ। তিনি নিজেই মুখ্যমন্ত্রীর একটি ছবি পুড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। গোটা এলাকা জুড়ে ‘নিয়োগ চাই’, ‘ওয়াকাপ বিল বাতিল চাই’, ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’ এই ধরণের স্লোগানে মুখর হয়ে ওঠে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *