NewsPolitics

এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য বড় বার্তা আসছে সাত এপ্রিল,বললেন কুণাল ঘোষ

জিৎ দত্ত,মানুষের মতামত:চাকরি বাতিল হওয়া এসএসসি প্রার্থীদের উদ্দেশে আশার বাণী শোনালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার দলের এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যাঁদের চাকরি আপাতত স্থগিত রয়েছে, তাঁদের উচিত ধৈর্য ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জন্য অপেক্ষা করা। তাঁর কথায়, “সাত এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। সবাইকে তাঁর উপর ভরসা রাখতে হবে।”

২৬ হাজার এসএসসি প্রার্থীর চাকরি বাতিল হওয়ার ঘটনাকে ‘ষড়যন্ত্রের ফল’ বলে দাবি করেছেন কুণাল। তাঁর অভিযোগ, “কয়েকজনের চক্রান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থী তাদের চাকরি হারিয়েছে। কিন্তু এই দুঃসময়ে তাঁদের উচিত নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে দূরে থাকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা।”

বিজেপিকে নিশানা করে কুণাল বলেন, “বিজেপি এখন বড় বড় কথা বলছে। কিন্তু ওরা আগে নিজেদের রাজ্যগুলোর দিকে তাকাক। সেখানে দুর্নীতির পাহাড় জমেছে। বাংলায় বদনামের রাজনীতি করে ওরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।”

একইসঙ্গে তিনি আঙুল তুলেছেন সিপিএম-এর দিকেও। তাঁর মন্তব্য, “যে আজ নৈতিকতার বুলি আওড়াচ্ছে, তারাই এক সময়ে চাকরিতে সুপারিশের রাজনীতি চালিয়েছে। তাই ২৬ হাজার চাকরি হারানোর জন্য সিপিএম-ও সমান দায়ী।”

চাকরিপ্রার্থীদের উদ্দেশে কুণালের বার্তা, “এই মুহূর্তে হতাশ না হয়ে রাজ্য সরকারের ঘোষণার অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়ান,এবারও দাঁড়াবেন। ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, বাংলার যুব সমাজকে ভোলানো যাবে না।”

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *