NewsPublic Interest News

নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলা পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক কর্তাদের আটকে রেখে বিক্ষোভ প্রতিবাদ গ্রামবাসীদের

হাসানুজ্জামান,মানুষের মতামত:*উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত দপ্তর ইঞ্জিনিয়ার ব্লক প্রশাসনের প্রশাসনিক আধিকারিকদের গাড়ি আটকে রেখে বিক্ষোভ প্রতিবাদ সীমান্তের কৃষকদের ঘটনা স্থলে স্বরূপনগর থানার পুলিশ!

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখন্দা এলাকার ঘটনা। উত্তর ২৪ পরগনার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার জেলা পরিষদের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা বরাদ্দ তিন কোটি ৬১ ,লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু সেখানে দেখা যায় স্থানীয় এক মহিলা কৃষক সবিতা বক্সী অভিযোগ তারজমির তিন ফসলিও থেকে মাটি কেটে নিম্নমানের সামগ্রিক দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছিল। একদিকে নিম্নমানের সামগ্রিক অন্যদিকে বেআইনিভাবে জমির ফসল নষ্ট করে মাটি কেটে নেওয়ার অভিযোগে। চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার বসিরহাট মহকুমা শাসক স্বরুপনগর এর বিডিও কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই কৃষক। আজ সরজমিনে খতিয়ে দেখতে যান উত্তর 24 পরগনার জেলা পরিষদের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার স্বরুপনগর ব্লক প্রশাসনের আধিকারিকরা সেখানেই কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে দপ্তরের আধিকারিকরা তাদের গাড়ি আটকে রেখে রীতিমতো প্রতিবাদ বিক্ষোভে নাবেন তাদের অভিযোগ
চাষীদের সবজির জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার এর গাড়ি আটকে বিক্ষোভ কৃষকদের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকার ঘটনা অভিযোগ বিথারী বকুলতলা থেকে স্বরূপদা দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করার হয় সেই রাস্তায় নিম্নমানের সামগ্রী দেয়ার অভিযোগ এবং রাস্তা তৈরীর সময় চাষীদের তিন ফসলি সবজির জমি মাটি কেটে রাস্তার কাজে লাগানোর অভিযোগ ইতিমধ্যেই স্থানীয় চাষীরা এবং মহিলারা জড়ো হয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করল ঘটনাস্থলে স্বরূপনগর পুলিশ এখনো বিক্ষোভ চলছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *