NewsPublic Interest News

জল জীবন মিশন প্রকল্পের পাইপ লাইন থাকলেও ৫০% বাড়িতে জল এখনো পৌঁছায়নি,জল কষ্টের আতঙ্কে ভুগছে সীমান্তের মানুষ

হাসানুজ্জামান,মানুষের মতামত:সরকারি টাকা কিভাবে নষ্ট হচ্ছে খোদ স্বীকারোক্তি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর,

গরম পড়তেই স্বরুপনগর ব্লক জুড়ে একাধিক পঞ্চায়েত এলাকায় জলসংকট দেখা দিয়েছে!দুই বছর আগে জল প্রকল্পের কাজ শুরু হলেও কাজ এখনো শেষ করতে না পারায় পানিয় জলের সমস্যা সীমান্তের হাজার হাজার মানুষ!

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে জল জীবন প্রকল্পের ৫০ শতাংশ কাজ এখনো বাকি, গত দু’বছর আগে সেই কাজ শুরু হয়েছিল কিন্তু আজ ও সেই কাজ শেষ করতে পারিনি যার কারণে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গরম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে। ভোট আসে ভোট যায় বারবার প্রতিশ্রুতি বিধায়ক থেকে জন প্রতিনিধিদের কিন্তু এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ বিভিন্ন সময় প্রতিবাদ বিক্ষোভ দেখালেও সেই সমস্যা আজও মেটেনি। একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের অন্যদিকে সমস্যা জর্জরিত কৃষকরা ভূগর্ভের জল কমে যাওয়ায় সবজি ফসলে জল দিতে পারেন না অন্যদিকে জল কিনে খেতে হয় সাধারণ মানুষকে। বারবার প্রশাসনের দপ্তরে জানিয়েও ফল হয়নি গ্রামের মানুষের। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি সায়। স্বরূপনগর ব্লকের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মদক্ষ দুলাল ভট্টাচার্য জানান,আমরা যারা জনপ্রতিনিধি কিছুই বলতে পারিনা এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে স্বরূপ নগর ব্লকের ব্লক প্রশাসনের উদ্যোগে ২০ থেকে ২৫ লক্ষ টাকা ব্যয় করে প্রায় কুড়িটা জল প্রকল্পের প্ল্যান করা হয়েছিল এগুলোতে ঠিকঠাক মত জল পড়ে না রক্ষণাবেক্ষণের অভাবে। সরকারি টাকা কিভাবে নষ্ট হচ্ছে তা বলতে পারছি না। কারণ মনে করা হচ্ছে এখানে মাটি ভূগর্ভস্থ জলস্তর এতটাই নিচে ঠিকঠাক জল ওঠে না বিচ্ছিন্ন অঞ্চলে পানীয় জলের কল গুলো খারাপ হয়ে পড়ে রয়েছে যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *