ভাঙড়ে বাস-বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু,ক্ষোভে রাস্তা অবরোধ
মানুষের মতামত:ভাঙরের উত্তর কাশিপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, নিউ টাউনের একটি আবাসনে সিকিউরিটি গার্ডের কাজ করতেন ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে KB 22 বাসের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাইকের দুই আরোহীকে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনার জেরে ক্ষিপ্ত এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।