NewsRecent News

স্ত্রীর হাতে স্বামী খুন,খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচৈতন্য করে শ্বাস রোধ করে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

হাসানুজ্জামান,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের নগর কচুয়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (২৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে,পেশায় শ্রমিক প্রতিদিনের মতো এদিন ও কাজ সেরে রাতে এসে ঘুমাতে যায়। তারপর সকাল হলেও তার কোন সাড়াশব্দ না মেলায় বাড়ির লোকজন দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। খবর দেওয়া হয় মাটিয়া থানার পুলিশকে। মাটিয়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে কোন কিছু খাইয়ে অচৈতন্য করে তাকে শ্বাসরোধ রোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিসহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কি করে ওই যুবকের মৃত্যু হলো?আত্মহত্যা, হৃদরোগে আক্রান্ত না খুন? তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। মৃত ব্যক্তির বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর পিছনে পরকীয়ার ঘটনায় এই খুন না এ পিছনে অন্য কোন কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে স্ত্রীকে গ্রেফতার করেছে। মাটিয়া থানার পুলিশ আগামী কাল বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্ত কে! এই ঘটনায় জেরে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবারের লোকজন,অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *