রাতের অন্ধকারে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি,কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতিদের
হাসানুজ্জামান,মানুষের মতামত:রাতের অন্ধকারে গয়নার দোকানের পিছনের দেওয়াল ভেঙে সিঁধ কেটে লকার ভেঙ্গে বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না নিয়ে পালালো একদল দুষ্কৃতী। শহর বসিরহাটের ৯নং ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার একটি জুয়েলারি দোকানের ঘটনা। দোকানের মালিক অসিত রায় বলেন, “রবিবার রাতে দোকানে তালা দিয়ে আমি বাড়ি চলে যাই। সকালে দোকান খুলতেই হতচকিত হয়ে পড়ি। সারা দোকানে একাধিক আসবাবপত্র এলাপতারি অবস্থায় রয়েছে। অন্যদিকে পাঁচিলের দেওয়াল ভেঙে সিঁদ কেটে লকার ভেঙ্গে পাঁচ থেকে ছয় কেজি রুপোর গয়না ও প্রায় ১৫ ভরি মতো সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যার বাজার মূল্য প্রায় বেশ কয়েক লক্ষ টাকা।” বসিরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ। যদিও দোকানে কোন সিসিটিভি না থাকায় আশপাশের দোকানের সিসিটিভি গুলি খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।