“কিছু জেহাদি মানসিকতার মানুষ সমস্যার কারণ”:বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, বাংলার কিছু মুসলমান “জেহাদি মানসিকতা” পোষণ করেন, যার ফলে সাধারণ মুসলিমদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভোটব্যাংকের রাজনীতির কারণে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিচ্ছে।
শঙ্কর ঘোষ অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, চোপড়া, মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, অথচ পুলিশ নির্বিকার দর্শকের মতো চুপ করে রয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস মুসলিম নেতাদের হিন্দুদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার জন্য স্বাধীনতা দিয়েছে। তার অভিযোগ, হুমায়ুন কবীর, সিদ্দিকুল্লাহ চৌধুরী, শওকত মোল্লা এবং ফিরহাদ হাকিম হিন্দুদের নিশানা করছেন।
বিজেপি বিধায়ক স্পষ্ট করে দেন যে যতদিন বিজেপি থাকবে, ততদিন বাংলাকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। তিনি সিপিআইএম-এরও সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্বও অপরাধী, কারণ তারা সরকারের দেওয়া ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার বিরোধিতা করেননি।