NewsPublic Interest News

মাত্র ৫ ইউনিট বিদ্যুৎ খরচে বিল ১ লক্ষ ৯২ হাজার ৫৮৯ টাকা

 

সানী রায়,মানুষের মতামত: মাত্র ৫ ইউনিট বিদ্যুৎ খরচে বিল আসল ১ লক্ষ ৯২ হাজার ৫৮৯ টাকা। বিল দেখে চক্ষু চড়কগাছ এক বিদ্যুৎ গ্রাহকের। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শালবাড়ি এলাকার এক বিদ্যুৎ গ্রাহকের সাথে। ঘটনায় মঙ্গলবার বিদ্যুৎ দপ্তরের গয়েরকাটা গ্রাহক পরিষেবা কেন্দ্রে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। দক্ষিণ শালবাড়ি এলাকার বাসিন্দা অমর বাহাদুর ছেত্রীর অভিযোগ, তিনি গতবছর সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ দপ্তরে আবেদন করে একটি বিদ্যুৎ সংযোগ নেন। তার প্রথম বিল এসেছিল ২২৪ টাকা। যদিও এক সপ্তাহ আগে পাঠানো পরবর্তী বিলে তাকে আদার্স আনপেইড বিল হিসেবে ৯২, ১২২ টাকার একটি বিল দেওয়া হয়। এরপর ঘটনার খোজ নিতে তিনি যখন গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরে আসেন তখন তাকে তার মোট বিল ১ লক্ষ ৯২ হাজার ৫৮৯ টাকা বাকি রয়েছে বলে জানানো হয় বলে দাবি করেছেন ওই গ্রাহক। ঘটনায় হতবাক হয়ে পড়েন ওই ব্যক্তি। এদিন এই ঘটনায় লিখিত ভাবে অভিযোগ জানান ওই ব্যক্তি। অমর বাহাদুর ছেত্রী জানান, ‘ আমি সামান্য চাষ –আবাদ করে সংসার চালাই । এক সপ্তাহ আগে আমার কাছে একটি বিল আসে সেখানে দেখানো হয়েছে বিদ্যুৎ খরচ হয়েছে মাত্র ৫ ইউনিট। সেই বিলে আদার্স আনপেইড বিল হিসেবে ৯২, ১২২ টাকার একটি বিল দেখানো হয়। এরপর আমি গ্রাহক পরিষেবা কেন্দ্রে গেলে তারা সিস্টেম চেক করে জানান যে আমার মোট বকেয়া রাশি ১ লক্ষ ৯২ হাজার ৫৮৯ টাকা। কিভাবে এই অদ্ভুত বিল তৈরি করা হল তা আমি জানতে চাই। ’ যদিও গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অলোক প্রধান জানান, ‘এটি টেকনিক্যাল সমস্যার জেরে হয়েছে। গ্রাহক কে তা জানানো হয়েছে। ইতিমধ্যে বিল টি পরিবর্তন করার কাজ শুরু হয়েছে। ’

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *