শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর ২ নম্বর প্ল্যাটফর্মে বিধ্বংসী অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকল ও রেল পুলিশ
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের উপর থাকা একাধিক দোকানে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেয় দমকল ও রবীন্দ্রনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং পুলিশ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১৫-২০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
এই অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৬:৩০ থেকে ৭টার মধ্যে আগুন লাগে। বর্তমানে চলছে পবিত্র রমজান মাস, ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ব্যাপক। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।