ভাঙ্গড়ে সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা দেওয়ার পাশাপাশি মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ঘটনাটি ভাঙ্গড় দু নম্বর ব্লকের কলকাতা পুলিশের পোলেরহাট থানার কাঁঠালবেড়িয়া এলাকার।।
ঘটনার সূত্রে জানা যায় শনিবার সিপিআইএমের দেওয়াল লিখনে বাঁধা দেয়, বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় একশো দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেয়াল লিখছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা।
সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেওয়াল লিখনে বাধা দেয় বলে অভিযোগ।
এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আজ রবিবার বেঁওতা ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ।।
সিপিআইএমের ব্রিগেড চলো লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পোলেরহাট থানায় লিখিত অভিযোগ করলেন সিপিআইএম নেতৃত্বের।।
মিথ্যা অভিযোগ। ওদের কোন অস্তিত্ব নেই বলে জানান তৃণমূল নেতা বাহারুল ইসলাম।