DISTRICT ORIENTED NEWSNews

নিষিদ্ধ তরল মাদক সহ ২ পাচারকারী গ্রেফতার

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের স্বরূপনগর থানার শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ হাই স্কুল মাঠ এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে স্বরূপনগর থানার পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে খবর গেলে নির্মাণ হাইস্কুল মাঠ চত্বর থেকে ওই দুই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত দুই মাদক পাচারকারীর নাম আলাউদ্দিন সরদার ও শাহিনুর গাজী। তারা পার্শ্ববর্তী পঞ্চায়েত বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালির বাসিন্দা। তাদেরকে তল্লাশি চালিয়ে ৮ লিটার তরল মাদক (কোডেইন মিক্চার) উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা‌। জানা গিয়েছে, ওই কোডেইন মিক্সচার গুলি বাংলাদেশে পাচারের ছক কষছিল ওই দুষ্কৃতীরা। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *