NewsRecent News

দিনের আলোয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি বাড়ি,দাবি স্থানীয় দমকল কেন্দ্র তৈরীর

সানি রায়,মানুষের মতামত: জলপাইগুড়ির, রাজগঞ্জ ব্লকের,পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ইরানিবস্তির ঘটনা।এদিন একটি বাড়িতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় তিনটি বাড়ি এবং বাড়ির আসবাবপত্র, টিভি, ফ্রিজ, মোটরবাইক। খবর পেয়ে জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি

বাড়িগুলির কাছাকাছি যেতেই পারেনি। প্রায় ৩৫০মিটার লম্বা পাইপ টেনে আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা। সেই সময় এলাকায় সার্ভে করতে এসেছিলো কলেজ পড়ুয়াদের একটি দল। তারাও পরিস্থিতি দেখে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে।

রাজগঞ্জে কোনো দমকল কেন্দ্র নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে দমকল ডাকতে হয়। তাতে অনেকটা সময় অপচয় হয়। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের আরও একবার রাজগঞ্জে দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *