সাতসকালে গাড়ি চাপা পড়ে ভিলেজ পুলিশের মর্মান্তিক মৃত্যু,শোকের ছায়া এলাকায়
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দুর্গা গোবিন্দপুরে ভিলেজ পুলিশ অর্জুন জানার মর্মান্তিক মৃত্যু হল গাড়ি দুর্ঘটনায়। বাজার থেকে ফেরার পথে একটি দ্রুতগামী চারচাকা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হলেও স্থানীয়রা মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার আধিকারিক পার্থ সরকারসহ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা হাসপাতালে ছুটে যান। অর্জুন জানার অকাল মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ১০ বছরের সন্তান শোকে ভেঙে পড়েছেন।