ভাঙ্গড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা,ছয়দিন পর কবর থেকে মৃতদেহ উদ্ধার পুলিশের
ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত:ভাঙ্গড়ের উত্তর কাশিপুর থানার চণ্ডিহাট এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়। এক মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেম দিবসের দিন নিজ ঘরে আত্মঘাতী হয় ঐ নাবালিকা, যার দেহ ছয়দিন পর কবর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাংলা ও ইংরেজি পরীক্ষা দেওয়ার পর থেকেই অনুপস্থিত ছিল পরীক্ষার্থী। সহপাঠীরা বিষয়টি স্কুলে জানানোর পরই ঘটনাটি প্রকাশ্যে আসে।
আত্মহত্যার পর পুলিশকে না জানিয়ে রাতের মধ্যেই কবর দিয়ে দেয় পরিবার।
পুলিশের নিয়ম মেনে কবর থেকে দেহ উদ্ধার করতে ছয়দিন লেগে যায়।
পরিবারের দাবি, মেয়েটির সঙ্গে কোনো পারিবারিক অশান্তি হয়নি। তাহলে কেন আত্মহত্যা? এই প্রশ্ন ঘিরে তদন্ত চালাচ্ছে উত্তর কাশিপুর থানার পুলিশ।
প্রেম দিবসের দিন আত্মঘাতী হওয়া, পরীক্ষার মাঝপথে পরীক্ষার্থীকে হারিয়ে ফেলা—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের বয়ান অনুযায়ী পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।