NewsPolitics

এবার কি উত্তরের কৃষি বলয়ে কাক তারুয়ায় ভরসা রাখছে পদ্ম শিবির?

সানি রায়,মানুষের মতামত:উত্তরের চা বাগান থেকে জঙ্গল সহ কৃষি এবং বাস্তু জমি এমনকি সরকারী জমি দখলের অভিযোগে বারংবার বিদ্ধ হয়েছে শাসক দল তৃণমুল কংগ্রেস।

সম্প্রতি উপ-নির্বাচনে গেরুয়া শিবিরের হাত থেকে মাদারি হাট বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে নিলেও আজও লোকসভা আসনটিতে দাগ কাটতে পারেনি ঘাস ফুল।

তবে উপ-নির্বাচনের ফল প্রকাশের পর কিছুটা হলেও সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া শিবির।

মন্ডল বৈঠক শুধু নয় আসন্ন ২০২৬ এর নির্বাচনী প্রতীককে তৃণমুল স্তরে তুলে ধরতে কাক তারুয়াকে( কৃষি জমিকে পক্ষী কুলের হাত থেকে রক্ষা করতে ব্যাবহার করা হয়) ছাড়ছে না গেরুয়া শিবির।

এমনই দৃশ্য ক্যামেরা বন্দি হলো জলপাইগুড়ি জেলার অন্যতম কৃষি প্রধান এলাকা বলে খ্যাত ধুপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রামাঞ্চলে।

যদিও এই প্রসঙ্গে শাসক দল নেতৃত্ব বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়ে জানান, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমুল কংগ্রেস দলের প্রতি আস্থা রাখবে গ্রামাঞ্চলের আম আদমি। এদিকে আবার সাধারণ মানুষ বলছেন দলীয় পতাকা অবমাননার কাজ করেছে বিজেপি।

২৬ শের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কার্যত বিজেপি দলটি ওই কাক তারুয়ার মতোই ফাঁকা জমিতে দাড়িয়ে থাকবে।

অপরদিকে শাসক দলের এমন মন্তব্যের জবাবে বিজেপি নেতৃত্বের হাতিয়ার সদ্য সমাপ্ত দেশের রাজধানীর ভোটের ফল সহ দেশের একুশ টি রাজ্যে বিজেপি এবং বিজেপি জোট সরকারের উপস্থিতি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *