পুলিশ পরিচয় দিয়ে শিক্ষিকার গায়ের গয়না নিয়ে চম্পট দুষ্কৃতিদের
সানি রায়,মানুষের মতামত:শনিবার সকালে এমনই এক ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার বক্সা ফরেস্ট রোড সংলগ্ন মহাকাল ধাম মোড়ে।
স্থানিয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাবার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিক্ষিকা ঝুমা কর, হঠাৎ দুই বাইক আরোহী এসে বলেন,সামনে ছিনতাই চলছে আপনার গায়ের সোনা গুলো খুলে ব্যাগে ঢোকান ,দুই দুষ্কৃতীর কথা মতো ওই শিক্ষিকা গয়না গুলো খুলে নিজের ব্যাগে ঢোকানোর পর পুলিশ পরিচয়ে দেওয়া দুই যুবক শিক্ষিকাকে বলেন ,কি কি ব্যাগে ঢোকালেন একটু দেখি কারন আমাদের লিস্ট করতে হবে।
যেই ওই শিক্ষিকা ব্যাগ থেকে সোনার গয়না গুলো বার করতে উদ্যোগী হন ,সেই সময় ব্যাগটি টেনে নিয়েই দ্রুত গতিতে বাইক নিয়ে চম্পট দেয় পুলিশ পরিচয় দিয়ে আসা দুই দুষ্কৃতী ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায় ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।