NewsRecent News

ভূমি ধসের তীব্র আশঙ্কা কলকাতা ও শহরতলীতে

দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:কলকাতা ও তার লাগোয়া অঞ্চলে ইতিমধ্যেই ব্যপক ভূমি বিপর্যয়ের ইঙ্গিত মিলেছে খড়গপুর আই আই টির বিশেষ রিপোর্টে । এরই মধ্যে দক্ষিণ কলকাতার কালিঘাট অঞ্চলে রাস্তা বসে যাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে তেমনই সমগ্র কলকাতার বড় অংশে ভূমি ধসের ইঙ্গিতও মিলতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এতে কলকাতা ও তার লাগোয়া অঞ্চলে উদ্বেগ বাড়ছে।

কলকাতা লাগোয়া এলাকায় একাধিক পুরসভা এলাকায় মাটি থেকে জল তুলে নেওয়ার কারনে বহু বাড়িতে ফাটল ধরছে। মাটি আলগা হয়ে যাওয়ায় বহু বহুতল বাড়িতে শুধু চিড়ই নয়, অনেক ক্ষেত্রে ভারসাম্য না রাখতে পেরে হেলে পড়ছে। এ নিয়ে কলকাতা ও লাগোয়া অঞ্চলের পুরসভাগুলির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কলকাতা ও লাগোয়া অঞ্চলে নিম্নমানের সিমেন্ট বালি, ইট লোহার রড ব্যবহার করে লাগাতার বেআইনি নির্মাণ হয়েছে।

স্বাভাবিকভাবে এনিয়ে উদ্বেগে তৈরি হয়েছে রাজ্যের শাসক দলে। কলকাতায় আকছার জলা পুকুর ভরাট করে যে বে-আইনি নির্মাণ হচ্ছে তা ঠেকাতে কলকাতার পুর প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ উঠেছে।

এর পাশাপশি দমদম, বরানগর, কামারহাটি, বারাসাত, সোনারপুর এমনকী বিধাননগরে বহু বেআইনি নির্মাণ ও জলা পুকুর বোজানোর অভিযোগ এলেও প্রশাসনিক তৎপরতা তেমন নেই বলেই খবর।

স্বাভাবিকভাবে কলকাতায় আগামী দিনে ভূমি ধসের আগাম আশঙ্কা নিয়ে রাজ্যের শাসক দলকে টার্গেট করে আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপি থেকে সিপিএম নেতারা। তুলনায় আক্রমণের ঝাঁজ নেই কংগ্রেসের তরফে। বড় ধরনের ভূমিকম্প হলে কলকাতা ও তার পাশে রাজারহাট, নিউ টাউনেও বিপর্যয় ঘটতে পারে বলে আগাম আভাস দিয়েছে খড়গপুরের আই টি। এ নিয়ে বেজায় চিন্তায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহল।

কলকাতা,বিধান নগর,দমদম, বরানগর সহ নানা এলাকায় প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের ছত্রছায়ায় জলাশয়, পুকুর বুজিয়ে অবৈধ প্রমোটিংয়ের অভিযোগ নিয়ে রোজই নানা অভিযোগ জমা পড়ছে । কার্যত পুর কর্তারা এই বে-আইনি কাজের প্রতিরোধই গড়তে পারছেন না বলেই সরব একাংশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *