NewsRecent News

মগরাহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক,এলাকায় চাঞ্চল্য

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযান চালিয়ে ৫টি রিভলভার, ১টি বন্দুক ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ লস্কর ওরফে বাবলু-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করেই এতগুলো অস্ত্রের হদিস পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে, ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এখন জানতে চাইছে, এত অস্ত্র কোথা থেকে এল এবং এর পেছনে আর কারা জড়িত।এই ঘটনায় আর কেউ জড়িত কি না,তার জন্য তদন্ত চলছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *