খরচ বাড়তে চলেছে পৌর নাগরীক এবং দোকানিদের
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি শহরের বর্জ্য সংগ্রহে চালু হচ্ছে ফি আদায়। ফেব্রুয়ারি মাস থেকে বাড়ি ও দোকান থেকে বর্জ্য আদায় এই ফি নেওয়া শুরু হবে বলে বুধবার মাইকিং করে জানিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রতি মাসে ৩০ টাকা এবং সাধারণ দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে ত্রিশ টাকা খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে পুরসভার তরফে। যদি কেউ পুরসভার দেওয়া নির্দিষ্ট বালতিতে বর্জ্য না রেখে আশপাশে ফেলেন, তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলা করা হবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।