জুয়া বন্ধ করতে গিয়ে পুলিশের উপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রবিবার রাতে ভাঙ্গড় থানার অন্তর্গত সাকসার মেলায় জুয়া খেলা চলছিল বলে অভিযোগ ওঠে।বিষয়টি জানার পর ভাঙ্গড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়া বন্ধ করার চেষ্টা করে। সেই সময় হঠাৎই পুলিশের উপর চড়াও হয় একদল ব্যক্তি। অভিযোগ, হামলাকারীরা তৃণমূল কর্মী।
এই হামলায় এক কনস্টেবল এবং এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন। তাদের দ্রুত নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ভাঙ্গড় থানার পুলিশ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। তবে বাকি তিনজন এখনো পলাতক। তাদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনা ঘিরে সাকসার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে মেলায় পুলিশের নজরদারি বাড়ানো হবে।
এদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন দলের স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তবে পুলিশ এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত চালানোর আশ্বাস দিয়েছে।