বাসন্তীতে ১২ দিন নিখোঁজের পর মাটি খুঁড়ে নাবালিকার মৃতদেহ উদ্ধার,তদন্তে পুলিশ
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর চুনাখালি এলাকায় এক নাবালিকা ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ১২ দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উর্মিলা সদ্দার নামের ওই নাবালিকার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার চাষের জমিতে ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়ার সময় মাটির নিচ থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখেন ট্রাক্টর চালক। তৎক্ষণাৎ তিনি গ্রামবাসীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। মৃত নাবালিকা স্থানীয় রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণির ছাত্রী। জানা গেছে, ৯ তারিখ থেকে সে নিখোঁজ ছিল এবং পরিবারের পক্ষ থেকে ১২ তারিখে থানায় মিসিং ডায়েরি করা হয়।
পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধর্ষণের পর খুন করে দেহ পুঁতে রাখা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহতের পরিবার শোকাহত এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, স্থানীয়রা মনে করছেন এই ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে। এলাকাবাসীর দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশি তদন্তের ওপর নির্ভর করছে এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা উদঘাটন।