গঙ্গাসাগর মেলায় অসুস্থ দুই পূণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় স্থানান্তর
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভিন্ন রাজ্যের দুই পূণ্যার্থী। জেলা প্রশাসনের উদ্যোগে তৎক্ষণাৎ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
রবিবার সকাল ১০:৫০ নাগাদ বিহারের পাটনা থেকে আসা ৫৫ বছর বয়সী বাসন্তী কউর মেলা চত্বরে হঠাৎ হার্ট অ্যাটাক করেন। তড়িঘড়ি তাকে মেলা প্রাঙ্গণের অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে কলকাতার এম আর ভাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়।
একইদিন দুপুর ১২:৩০ নাগাদ উত্তরপ্রদেশের ৭০ ঊর্ধ্ব ঠাকুর দাস নামে এক পুণ্যার্থীও অসুস্থ হয়ে পড়েন। তাকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলায় অংশ নেওয়া পুণ্যার্থীদের জন্য সব ধরনের চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা এই প্রস্তুতির অংশ, যাতে জরুরি মুহূর্তে পুণ্যার্থীদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।