ধর্ষণের অভিযোগে পুলিশ আধিকারিককে বরখাস্ত করলেন পুলিশ সুপার
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর সুব্রত গুন। তিনি জলপাইগুড়ি রাজগঞ্জ থানায় কর্মরত। শুক্রবার রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা শুভশ্রী মোদক।স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে একটি মামলার তন্দন্তের অছিলায় শুভশ্রীকে রাজগঞ্জে ডেকে নেন সুব্রত গুন। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তী করে। এই বিষয়ে সুব্রত গুনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।অপরদিকে এই ঘটনায় শনিবার দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি তদন্তকারী দল রাজগঞ্জ থানায় আসে বলে জানা গেছে।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে এক হোয়াটসএপ বার্তায় জানিয়েছেন শুভশ্রী মোদক-র অভিযোগ এর ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানা জিরো এফ আই আর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে।এই ঘটনায় সুব্রত গুন কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
জলপাইগুড়ি এসপি উমেশ খান্ডবাহালের ম্যাসেজ 👇
Complaint against SI Subarata Goon of Rajganj PS, Jalpaiguri
Last night at around 11:30 PM, Subhashree Modak from Siliguri filed a complaint with the IC of the Women Police Station in Siliguri against Sub-Inspector Subarata Goon of Rajganj Police Station, Jalpaiguri District. Zero FIR is registered by the Women PS Siliguri and forwarded to SP Jalpaiguri.
Today a formal FIR has been registered in the Women PS Jalpaiguri and the investigation of the case is under process. Officer SI Subarata Goon is close to the Jalpaiguri Police Line till the investigation of the case.