DISTRICT ORIENTED NEWSNews

বাঘের আতঙ্কে কাঁপছে মইপিট,বনদপ্তরের সঙ্গে চলছে লুকোচুরি খেলা

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার মইপিট কোস্টাল থানার শ্রীকান্ত পল্লী, দক্ষিণ বৈকুণ্ঠপুর,উত্তর বৈকুণ্ঠপুর ও মাকড়ী নদী সংলগ্ন জঙ্গলে বাঘের গতিবিধি ঘিরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।গত কয়েকদিন ধরে এই অঞ্চলে বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। বনদপ্তর ইতিমধ্যে একাধিক জায়গায় ফেন্সিং নেট বসিয়েছে,তবে এখনও পর্যন্ত বাঘকে ধরতে পারেনি।

এলাকাবাসীরা দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে রাতভর আগুন জ্বালিয়ে পাহারা দিচ্ছেন। তবু আতঙ্ক কাটছে না। মাঝেমধ্যেই বাঘের গর্জন শোনা যাচ্ছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। বাঘের গর্জন শোনা মাত্রই বনদপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন, তবে এখনও পর্যন্ত বাঘকে খুঁজে পাওয়া যায়নি।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাঘটি সম্ভবত নদী পেরিয়ে সুন্দরবন থেকে এই অঞ্চলে চলে এসেছে। এলাকাগুলিকে ঘিরে ফেলার কাজ চলছে এবং বাঘটিকে নিরাপদে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে, বাঘের চতুর গতিবিধি বনদপ্তরের কাজকে আরও কঠিন করে তুলেছে।

এলাকাবাসীদের সতর্ক থাকতে এবং আতঙ্কিত না হয়ে বনদপ্তরের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু এবং গবাদি পশুকে বাড়ির বাইরে না রাখার জন্যও বলা হয়েছে।

বাঘ ধরার এই অভিযান কবে সফল হবে, তা এখনও অজানা। তবে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বনদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *