NewsSocial Welfare News

নতুন বছরের শুরুতেই পঞ্চায়েতের ব্যবস্থা অনলাইনে ইতিমধ্যেই রাজ্য সরকার পেয়েছে ই-পরিষেবায় সাফল্য

শ্রী কর্ণ,মানুষের মতামত:পঞ্চায়েতের অধীনে থাকা বিভিন্ন সম্পত্তির কর ব্যবস্থা এখন থেকে অনলাইনে হবে। ‌ আগামী বছরের শুরু থেকেই পঞ্চায়েতের কর ব্যবস্থা অনলাইন হয়ে যাবে। সম্পত্তি সহ বিভিন্ন করের প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এমনকি বেশকিছু পঞ্চায়েত উদ্যোগ না নেওয়ার ফলে বহু কর বাকি রয়েছে। বিষয়টিকে সমাধান সূত্রে নিয়ে আসার জন্য অনলাইন কর ব্যবস্থা চালু করছে পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তর থেকে সমস্ত জেলা প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে। প্রাথমিক ক্ষেত্রে পাইলট প্রজেক্ট হিসাবে বিষয়টিকে বাস্তবায়ন করা হবে। আগামী বছরের শুরু থেকেই সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হবে অনলাইনের কর ব্যবস্থা।

ইতিমধ্যে ই-পরিষেবার ক্ষেত্রে নবান্ন পুরস্কৃত হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা। আগামী বছর থেকে অনলাইনে কর ব্যবস্থা চালু হয়ে গেলে অনেক সুবিধে হবে বলেই মনে করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। ‌ পঞ্চায়েতের অধীনে বিভিন্ন সম্পত্তি কেন্দ্রিক তথ্য বিশেষ আপলোড করা হচ্ছে। প্রায় দু কোটির কাছাকাছি পরিবার তাদের তথ্য পঞ্চায়েত অফিসে জমা করেছেন। কলকাতা পুরসভায় এখন সমস্ত কর ব্যবস্থা অনলাইনে মারফত হয়। পঞ্চায়েত এই আধুনিক ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে। এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন বা ট্যাব এসে গেছে। রয়েছে কম্পিউটার। ফলে অনলাইনের ব্যবস্থা সাফল্য পাবে বলে মনে করছে পঞ্চায়েত দপ্তর।

যদি কেউ অনলাইনে পঞ্চায়েত কেন্দ্রিক কর জমা না করতে পারেন তাহলে সেক্ষেত্রে বিএসকে বা বাংলা সহায়ক কেন্দ্র থেকে সাহায্য করা হবে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত এখন বেশ খানিকটা এগিয়ে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখেই পঞ্চায়েত দপ্তর অনলাইনে কর ব্যবস্থা চালু করতে চলেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *