মুরুটিয়া থানার বড় সাফল্য, উদ্ধার 500 বোতল ফেনসিডিল সিরাপ
অর্ধেন্দু মালাকার,মানুষের মতামত:নদীয়া জেলার মরুটিয়া থানার পুলিশের বড় সাফল্য। এদিন গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ,অপেক্ষা করছিল একটি মারতি গাড়ির। গাড়িটি হঠাৎ করে যখন মুরুটিয়া থানার অধীন পোড়াতলা মোড়ে এসে দাঁড়ায় সেই সময় মরুটিয়া থানার অফিসাররা গাড়িটিকে আটকিয়ে শুরু করে চিরুনি তল্লাশি।
এসডিপিও তেহট্ট ও সিআই করিমপুর ও স্থানীয় থানার ওসির উপস্থিতিতে তল্লাশির চালানো হয়।তল্লাশির সময় দুটি প্লাস্টিকের বস্তা নজরে আসে,বস্তা খুলতেই দেখতে পান ৫০০ বোতল ফেনসিডিল সিরাপ,তৎক্ষণাত বাজেয়াপ্ত করে মুরুটিয়া থানার পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ।চালকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। আজ গাড়ির চালককে কৃষ্ণনগর এনডিপিসি কোর্ট এ পাঠানো হয়।