NewsPolitics

সিপিএমের পরবর্তী সম্পাদক মহঃ সেলিম?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আকস্মিক প্রয়াণে শুধু সিপিএম,বামপন্থী শিবিরই নয়, ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস ও বামপন্থী চাণক্যের মৃত্যুতে ধাক্কা খেয়েছে। সিপিএমের পরবর্তী পার্ট কংগ্রেস ২৫ সালের এপ্রিল।তার আগে সমগ্র সিপিএম পলিটব্যুরোই দায়িত্বভার করে দল চালাচ্ছেন। এদের সমন্বয়কারী হয়েছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত।
এদিকে সিপিএমের অন্দরে ইতিমধ্যে এরিয়া,জোনাল, জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও এই সম্মেলন শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়,কেরালা ত্রিপুরার মত রাজ্যে আগামী দিনের নেতৃত্বের মুখ নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালার ২৬ সালে বিধানসভা নির্বাচন। ২৮ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি শুরু করেছে সিপিএম। তৃণমূলে পিকের টিমের মত পেশাদারদের নিযুক্ত করে সিপিএম কৌশল, নির্বাচনী ইস্তেহার তৈরির ভাবনা চলছে জোর কদমে।
এদিকে সিপিএমের আগামী পার্ট কংগ্রেসে ৭৫ পার হওয়া সব নেতা-নেত্রী বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। এর মধ্যে প্রকাশ কারাত,বৃন্দা কারাত,বিজয়ন, মানিক সরকার,সূর্যকান্ত মিশ্রের মত নেতাদের নাম সামনে রয়েছে।
দলের পরবর্তী সাধারণ সম্পাদক হিসাবে চর্চার সামনের সারিতে সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহঃ সেলিমের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। দলের প্রাক্তন সাধারন সম্পাদক প্রকাশ কারাত চান মহঃ সেলিমের মত দক্ষ বক্তা,তাত্বিক ও জিও পলিটিক্সে সমৃদ্ধ বহুভাষী মুসলিম মুখ সিপিএমের পরবর্তী সাধারণ সম্পাদক হোক।তাতে কিছু না হলেও দলের বেহাল দশা কাটিয়ে আবারো পুরানো গতিতে ফেরার সম্ভাবনা প্রবল হতে পারে। প্রকাশ কারাত তাঁর ইচ্ছা নিয়ে দলের শীর্ষ প্রবীন নেতাদের পাশে সিপিএমের তরুণ ব্রিগেডের সঙ্গে আলোচনা করা শুরু করেছেন। সেলিমের নামে সর্বসম্মত সিলমোহর লাগানোর কাজ শুরু করেছে কারাত। তিনি নিজে ৭৫ বছরের কারণে এবছর সিপিএম পলিটব্যুরোর সদস্যর পদ ছাড়তে কার্যত মনস্থির করে ফেলেছেন বলেই খবর।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *