মইপিঠে বাঘের সাথে লড়াই বনদপ্তরের কর্মীদের,বাঘের হামলায় আহত বনকর্মী, এলাকায় চরম আতঙ্ক
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মইপিঠ এলাকায় ফের বাঘের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে স্থানীয় যুবক রাজকুমার সাফল একটি বাঘকে শ্মশানঘাটের কাছে ঘোরাঘুরি করতে দেখেন। তিনি চিৎকার করে গ্রামবাসীদের সতর্ক করেন, যা শুনে সবাই সেখানে জড়ো হন এবং বনদপ্তরকে খবর দেন।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামটি জাল দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করেন। সোমবার সকালে গ্রামবাসীরা শ্মশানঘাট লাগোয়া নদীর চরে বাঘের তাজা পায়ের ছাপ দেখতে পান। বনকর্মীরা বাঘটিকে ধরার জন্য জাল পেতে রাখেন। তবে, বাঘটিকে আটকানোর প্রচেষ্টার সময় একটি বাঘ এক বনকর্মীর ওপর হামলা চালায়, যার ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা অন্যান্য বনকর্মীরা লাঠি দিয়ে বাঘটিকে সরানোর চেষ্টা করেন এবং আহত সহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া, স্থানীয়দের সতর্ক থাকতে এবং প্রয়োজনে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়; এর আগেও কুলতলির বিভিন্ন এলাকায় বাঘের হানার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বনদপ্তর ও প্রশাসন এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।