ভুলে এডমিট কার্ড ফেলে আসা পরীক্ষার্থীর পাশে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ
ইয়ামদ্দিন সাহাজি,মানুষের মতামত:ভুলবশত এডমিট কার্ড ফেলে এসে বিপাকে পড়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার সকালে পরীক্ষা দিতে চন্ডিপুর রাংসারা হাই স্কুলে আসার পর স্কুলের গেটের সামনে দাঁড়িয়েই তার মনে পড়ে, সে এডমিট কার্ড আনতেই ভুলে গেছে।
বিষয়টি বুঝতে পেরে ওই পরীক্ষার্থী দ্রুত ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের জানায়। এরপর তৎক্ষণাৎ উদ্যোগ নেয় ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা। তারা পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত ছুটে যায় ঘটকপুকুর হাই স্কুলে, যেখান থেকে পরীক্ষার্থী এসেছিল। সেখান থেকে এডমিট কার্ড সংগ্রহ করে তাকে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা।
ভাঙড় ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।