সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্য্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সানী রায়,মানুষের মতামত:সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্য্যক্তির মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য! জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছয়ঘড়িয়া পাড়ার ঘটনা। দেহটি কোনো বাংলাদেশী নাগরিকের কি না তা নিয়ে প্রশ্ন দানা বেধেছে। দেহটি ময়নাতদন্তের পর জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে সংরক্ষন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকা কাটাতারবিহীন। ওই সীমান্ত ঘেষেই অশোক রায় নামে এক স্থানীয় বাসিন্দার ছোট চা বাগান রয়েছে। অশোকবাবু দুর্গন্ধ পেয়ে বাগানে যান। দেখতে পান একটি পচাগলা দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি মানিকগঞ্জ ফাড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছায়। আসে সীমান্তরক্ষী বাহিনীর বেরুবাড়ি-২ বিওপির জওয়ানেরা। দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। দেহটির ময়নাতদন্ত করা হয়। যেহেতু এখনো মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তাই দেহটি মেডিকেল কলেজ মর্গে সংরক্ষণ করা হয়। মানিকগঞ্জ ফাড়ি সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এবং তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বিএসএফ এর তরফেও তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিকে এলাকায় কখনো দেখা যায়নি। এর জেরেই স্থানীয়দের অনুমান মৃত ব্যক্তি বাংলাদেশী নাগরিক হয়ে থাকতে পারে, হয়ত তাকে খুন করে দেহ উন্মুক্ত সীমান্তে এনে ফেলে দেওয়া হয়েছে।